ঢাকা : দেশের প্রচলিত আইনে লতিফের মতো জঘন্য অভিশপ্ত পাপীকে বিচার করলে তার উপযুক্ত সাজা হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।
বুধবার গণমাধ্যমে পাঠানো হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে আল্লামা শফী বলেন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মাধ্যমেই তার মতো নিকৃষ্ট বেয়াদবের শাস্তি নিশ্চিত করতে হবে। কট্টর ধর্মবিদ্বেষীদের শাস্তিস্বরুপ এই ধরনের বিধান যেহেতু এখন সংবিধানে নেই, সেহেতু সংসদে এই আইনের বিধান পাস করে লতিফের বিচার করতে হবে।
অন্যথায় নিরাপোস বাংলার তৌহিদি জনতা এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না। প্রয়োজনে তারা যেকোনো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। যতক্ষণ পর্যন্ত লতিফের মৃত্যুদণ্ড নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত তৌহিদি জনতা ক্ষান্ত হবে না।
তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম অবমাননার বিরুদ্ধে যদি সর্বোচ্চ সাজার বিধান কার্যকর করার দৃষ্টান্ত তৈরি হয়, তাহলে ভবিষ্যতে তসলিমা-থাবাবাবা-লতিফের মতো ঘৃণিত কুলাঙ্গার ইসলামবিদ্বেষী নাস্তিক-মুরতাদরা মাথাচাড়া দিতে সাহস করবে না। কিন্তু এই ধরনের সর্বোচ্চ সাজা না থাকায় এদের মতো বেয়াদব নাস্তিক-মুরতাদরা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা এবং আল্লাহ ও রাসুল (সা.) এর অবমাননা করতে দ্বিধা করছে না।
তিনি আরো বলেন, কারাগারে পতিত লতিফ সিদ্দিকীর মতো জঘন্য অপরাধী এখনো কীভাবে সংসদ সদস্য হিসেবে বহাল থাকতে পারে, তা দেশবাসীর কাছে একটি বিরাট প্রশ্ন। এছাড়া কারাগারে তাকে জামাই আদরে রাখা হচ্ছে। এটাও বা কী করে সম্ভব? এসব কারণে লতিফের উপযুক্ত বিচার হওয়ার ব্যাপারে আমরা সন্দিহান। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, লতিফের বিচারে কোনো ধরনের গড়িমসি করলে আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবো।
তিনি আরো বলেন, অতীতে অনেক জঘন্য অপরাধী বিচার থেকে রেহাই পেলেও লতিফের ব্যাপারে আমরা সেটা সম্ভব হতে দেবো না। লতিফকে দিয়ে নাটক সাজিয়ে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করলে তার পরিণতি কখনোই ভালো হবে না। তাই আমরা সরকারকে দৃঢ়ভাবে জানাতে চাই যে, তৌহিদি জনতা নিজেদের হাতে আইন তুলে নিতে চায় না। সংসদে মৃত্যুদণ্ডের আইন পাস করেই তবে লতিফ সিদ্দিকীর বিচার করতে হবে। অন্যথায় ক্ষুব্ধ তৌহিদি জনতার আক্রোশ থেকে লতিফকে বাঁচানোর কোনো সুযোগ থাকবেনা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান