ঢাকা : জিম্বাবুয়ে সিরিজের জন্য দীর্ঘদিন লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সি পড়ে মাঠে নামতে পারেননি দলীয় অধিনায়ক সাকিব আল-হাসান। প্রথম দিকে দারুণ ফর্মে থাকলেও এরপর পরপর দুই ম্যাচে হেরে যায় রূপগঞ্জ। এমন অবস্থাতে দলে ফিরেও রূপগঞ্জের টানা তৃতীয় হার রুখতে পারেননি সাকিব।
বুধবার প্রাইম ব্যাংকের বিপক্ষে ৯৫ রানে হেরে গেছে সাকিবের লিজেন্ডস অব রূপগজ্ঞ।
বুধবার বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৩ রান তোলে প্রাইম ব্যাংক। দলের পক্ষে শুভাগত হোম চৌধুরী ৪৬, নূরুল হাসান ৪১, তাইবুর রহমান ৩৯ ও ফরহাদ রেজা ৩২ রান করেন।
লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে আল-আমিন জুনিয়র ও রুবেল হোসেন দুটি করে উইকেট দখল করেন।
এরপর জয়ের জন্য ২৪৪ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন টপ অর্ডার ব্যাটসম্যান জহুরুল ইসলাম। এছাড়া ৪০ রান করেছেন রায়ান টেন ডেসকাট।
অধিনয়ক সাকিব আল-হাসান মাত্র ৬ বলে একটি করে চার ও ছয়ে ১১ রান করার পরই আউট হয়ে যান।
প্রাইম ব্যাংকের পক্ষে স্পিনার তাইজুল ইসলাম ৩২ রানে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন।