লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর (জিমনাল) সীমান্ত থেকে বাংলাদেশি কৃষকের তিনটি গবাদিপশু নিয়ে গেছে বিএসএফ।
বুধবার দুপুরে পাটগ্রাম উপজেলার রহমানপুর (জিমনাল) ৮১৮ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার সীমান্ত থেকে স্থানীয় আফছার উদ্দিনের তিনটি গৃহপালিত গবাদিপশু ধরে নিয়ে যায় বিএসএফ।
বিষয়টি তাৎক্ষণিকভাবে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম কোম্পানি সদর বিওপিতে অবহিত করা হলে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে বিকেল সাড়ে ৪ টায় বিএসএফ-বিজিবি কোম্পানি কমান্ডার লেভেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পাটগ্রাম কোম্পানির কোয়ার্টার মাস্টার শামীম হোসেন ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের ২নং বাগডোগড়া ক্যাম্পের ইনচার্জ (এএসআই) নাওয়াল সিং।
এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, ভারতীয় এক নাগরিক পচার মাধ্যমে কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের ২নং বাগডোগড়া বিএসএফ ক্যাম্পের টহল দল বাংলাদেশি কৃষক আফছার উদ্দিনের ৩টি ষাঁড় গরু ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার লেভেলে পতাকা বৈঠক শুরু হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান