পবিপ্রবি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের ভর্তি পরীক্ষায় ৬১৭ টি আসনের বিপরীতে লড়বে প্রায় সাড়ে ১১হাজার শিক্ষার্থী।
আগামী ৫ ডিসেম্বর শুক্রবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
ইতোমধ্যে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
এবার তিনটি ইউনিটের (এ, বি, সি)ভর্তি পরীক্ষা যথাক্রমে সকাল ১০টা, দুপুর ১২টা ও ৩টায় অনুষ্ঠিত হবে।
প্রশাসন সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার দিন ভর্তি পরীক্ষার্থীদের বাড়তি সুবিধার জন্য পবিপ্রবি ক্যাম্পাস থেকে লেবুখালী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহনগুলোর সার্বক্ষণিক যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো নাশকতা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
ভর্তি কমিটির পক্ষ থেকে ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাউনলোডকৃত প্রবেশপত্রের দুটি কপিসহ প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বলা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান