বাংলার খবর২৪.কম: নির্বাচন কমিশনে ২০১৩-১৪ অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলামের হাতে দলের পক্ষে যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ আয়-ব্যয়ের এ তথ্য বিবরণী জমা দেন।
আয়-ব্যয় বিবরণী জমা দেওয়ার পর নির্বাচন কমিশন কার্যালয়ে রিজভী সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনুযায়ী রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয় হিসাব জমা দেওয়ার শেষ তারিখ ছিলো ৩১ জুলাই। কিন্তু বিএনপি সময় চেয়ে ছিলো ১৪ আগস্ট পর্যন্ত। তাই আজ এসে দলের আয় ব্যয়ের বিবরণী তথ্য জমা দিয়েছি।
রিজভী আহমেদ বলেন, ২০১৩-১৪ অর্থ বছরে এ পর্যন্ত আয় হয়েছে ৭৬ লক্ষ ৫ হাজার ৭ শত ৬২ টাকা। ব্যয় হয়েছে ২ কোটি ২৭ লক্ষ ৩ হাজার ৬২ টাকা।
তিনি বলেন, গত বছরের যে আয় হয়েছিল তার উদ্বৃত্ত থেকে এ বছরের খরচ মিটানো হচ্ছে।
এ সময় দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান