ঢাকা : জনগণের প্রত্যাশা থাকলেও দুদক ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দুর্নীতির ধারণা সূচক ২০১৪’ শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
তিনি বলেন, দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবনতির অন্যতম কারণ হচ্ছে দুদকের পেশাদারিত্ব ও কার্যকারীতার অভাব।
গবেষণা প্রতিবেদনে দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের অবনতির কারণসমূহ উল্লেখ করে তিনি বলেন, দুদকের স্বাধীনতা খর্বের উদ্যোগ । অন্যদিকে দুদকের প্রত্যাশিত সক্রিয়তা ও কার্যকারিতার ঘাটতি রয়েছে। দুর্নীতিবিরোধী অঙ্গীকার অনুযায়ী পদক্ষেপ গ্রহণে ঘাটতি।
গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, দুর্নীতির ঘটনায় জড়িতদের বিচারের সম্মূখীন করার ঘাটতি। যেমন: পদ্মা সেতু, রেলওয়েতে নিয়োগ, শেয়ার বাজার, হলমার্ক, ডেসটিনি, সোনালী ব্যাংক ও অন্যান্য ব্যাংক, রানা প্লাজা, ক্ষমতাবানদের বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদ।
এছাড়া ভূমি, নদী ও জলাশয় দখল, ঋণ খেলাপি, ঠিকাদার ও নিয়োগ ব্যবসা, রাজনৈতিক ছত্রছায়ায় ব্যবসার প্রসার। জবাবদিহিতা মূলক প্রতিষ্ঠানের দুর্বলতা যেমন: জাতীয় সংসদ। স্বার্থের দ্বন্দ্ব, কালো টাকা সাদা করার সুযোগ ও উচ্চমাত্রায় অবৈধ অর্থের পাচারে দুর্নীতি বাড়ছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন; টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের প্রমুখ।