ঢাকা : যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. জিয়াউদ্দিন ওয়াশিংটন ডিসিতে একটি গোলটেবিল বৈঠকে মিলিত হয়েছেন।
ইউএস চেম্বার অব কমার্স ( ইউএস-বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ) মঙ্গলবার এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে রাষ্ট্রদূত মো. জিয়াউদ্দিন তার বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে ভিশন ২০২১ এর বাস্তবায়নে গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
মো. জিয়াউদ্দিন বলেন, ২০২১ সালে বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস পূর্তীকে সামনে রেখে দেশকে জিডিটাল ও মধ্যআয়ের করার এই ভিশন নেয়া হয়েছে।
এসময় তিনি বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা দেয়ার অনুরোধ জানান। সেইসঙ্গে বাংলাদেশে আরো অধিক বিনিয়োগ করে ভিশন ২০২১ এর বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে অংশীদারী হওয়ার প্রতিও তিনি অনুরোধ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান