ঢাকা : ঢাকা প্রিমিয়ার লিগে টানা হারের বৃত্তে বন্দি থাকলেও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দলে পেয়েই জয়ে ফিরলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। জিম্বাবুয়ে সিরিজের জন্য দীর্ঘ দিন মোহামেডানের হয়ে মাঠে নামতে পারেননি মাশরাফি। বুধবার শেখ জামালে বিপক্ষে ৮ রানের জয় পেয়েছে মোহামেডান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে মাশরাফির মোহামেডান। অবশ্য টপ অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ দাড় করাতে পারেনি মোহামেডান। মাত্র ১১ রানেই টপ অর্ডারে ৩ ব্যাটসম্যানকে হারায় ঐতিহ্যবাহী দলটি।
অলরাউন্ডার নাঈম ইসলাম এক প্রান্ত থেকে চেষ্টা করলেও বড় সংগ্রহ এনে দিতে পারেননি দলকে। শেষ পর্যন্ত ১৮৫ রান তুলতে সক্ষম হয় মোহামেডান।
দলের পক্ষে নাঈম ইসলাম সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া মোহাম্মদ মিঠুন ৩১ ও জিম্বাবুয়ান ব্যাটসম্যান সোলোমন মায়ার ১৯ রান করেছেন।
শেখ জামালের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন সোহাগ গাজী। মাত্র ৩৩ রানে দলের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন সোহাগ।
এরপর জয়ের জন্য ১৮৬ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে যায় শেখ জামাল। দলের পক্ষে শাহরীয়র নাফীস একাই ৮৯ রান করলেও বাকিদের চড়ম ব্যর্থতায় ৮ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় শেখ জামালকে।
ব্যাট হাতে দারুণ পারফর্ম করার পর বল হাতেই দুর্দান্ত ছিলেন মোহামেডানের নাঈম ইসলাম। মাত্র ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।