রংপুর: জানুয়ারিতে বিএনপি কোনো চূড়ান্ত আন্দোলন করতে পারবে না বরং ডিসেম্বরের মধ্যে খালেদা জিয়াকে সাজা দিয়ে জেলে পাঠাতে পারে সরকার্- এমন আশঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নাগরিক ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশঙ্কা করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, “৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচনে স্বঘোষিত জয়ী সরকার খালেদা জিয়াকে একের পর এক মামলা দিয়ে আন্দোলন থেকে পিছিয়ে রাখছে। অন্যদিকে মৎস্যকন্যার গল্পের মতো তাদের বানানো বিরোধী দল পৃথিবীতে নতুন নজির সৃষ্টি করেছে সরকারের পেছনে থেকে।”
জানুয়ারিতে বিএনপির আন্দোলন ঘোষণার বিষয়ে ডাকসুর সাবেক এই নেতা বলেন, “জানুয়ারিতে বিএনপির চূড়ান্ত আন্দোলন হবে না। বিএনপির নেত্রী খালেদা জিয়াকেই ডিসেম্বরের মধ্যে সাজা দিয়ে জেলে পাঠাবে সরকার। তখন বিএনপির কিছুই করার থাকবে না।”
মান্না আরো বলেন, “সরকার সবকিছুতেই শিবির-শিবির গন্ধ খুঁজছে। আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদেরও স্বীকার করছে না। তার উদাহরণ সুমন দাস। সিলেট শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিহত ছাত্রলীগ নেতার নাম যদি সুমন দাস না হতো, তাহলে সরকার তাকেও শিবির বানিয়ে দিত।”
মান্নান বলেন, “গত ছয় বছরে আওয়ামী লীগ নিজেদের মধ্যে গোলাগুলি করে অন্তত ৫৬ জনকে খুন করেছে। এখন শিক্ষাঙ্গন তাদের হাতে জিম্মি। সব ক্ষেত্রেই ঘুষ, দুর্নীতি, অনিয়ম, টেন্ডারবাজি, রাহাজানি, খুন, গুম, হত্যা সন্ত্রাসে ছেয়ে গেছে।”
জেলা ঐক্যের রংপুর জেলা আহ্বায়ক মোফাখখারুল ইসলাম নবাবের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সবিদুর রহমান হিরু, নিউ জেনারেশন পার্টির কেন্দ্রীয় সম্পাদক নুর আলম সিদ্দিকী মামুন, জেলা ঐক্যের যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম বাবু, রিয়াজ উদ্দিন, ছাত্রনেতা প্রশান্ত চন্দ্র রায় প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান