কুয়ালালামপুর: মালয়েশিয়ার গাড়ি প্রস্তুতকারী কোম্পানি প্রোটন বাংলাদেশে শিগগিরই তাদের গাড়ি তৈরি কারখানা স্থাপন করবে। এতে অনেক বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রোটনের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মঙ্গলবার এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের এক সরকারি সফরে আজ এখানে পৌঁছলে মাহাথির মোহাম্মদ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এখানে গ্রান্ড হায়াতের প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী বলেন, বৈঠকে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সকল ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী সুবিধাজনক কোনো এক সময়ে বাংলাদেশ সফরে আসতে মাহাথিরের প্রতি আহবান জানান।- বাসস
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান