ফারুক আহাম্মেদ সুজন : বাংলাদেশের সড়ক দুর্ঘটনা এখন তুলনামূলকভাবে কমেছে। একেবারে বন্ধ না হলেও সহনীয় পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার বেলা ১১টা ৩০মিনিটে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী একথা বললেও একই দিনে ঘটনা ঘটছে সম্পূর্ণ বিপরীত।
মন্ত্রীর বক্তব্যের পর এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার সংবাদ শীর্ষ নিউজের কাছে এসেছে। নিহত পাঁচ জনে রয়েছে; ছাত্র, ছাত্রী, নারী, সেনা সদস্য ও সাধারণ মানুষ।
এদিন চট্টগ্রামের মিরসারাইয়ে ১ জন নিহত ও ১২ আহত হয়েছে, সিলেটে ১ সেনাসদস্য নিহত ও ৪ জন আহত হয়েছে, রংপুরের পীরগঞ্জে ১ জন নারী নিহত হয়েছে, নোয়াখালীতে ১ ছাত্রী ও রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ১ ছাত্র নিহত হয়েছে।
মতবিনিময় সভায় সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে মন্ত্রী অনেক কথা বললেও মালিক-শ্রমিকরা ছিলেন অনেকটাই অনুভূতিহীন।
তারা শুধু পথচারীদের উপর দোষ চাপিয়ে যাওয়ারই বেশি চেষ্টা করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান