ঢাকা : পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম এলাকার মোট ৪০টি পোশাক কারখানায় পাইলট প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। তৈরি পোশাক এবং রফতানিকারক প্রতিষ্ঠান (বিজিএমইএ) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর যৌথ উদ্যোগে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিজিএমইএ ভবনের কনফারেন্স রুমে ‘চ্যাঞ্জিং জেন্ডার নর্মস অব গার্মেন্টস এমপ্লয়ী (চ্যাঞ্জ)’ শীর্ষক কারখানার মালিকদের নিয়ে এক সেমিনারে এ প্রকল্প সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সেমিনারে গার্মেন্টস শিল্পের ওপর গবেষণা প্রতিবেদন তুলে ধরেন ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি আর্জেন্টিনা ম্যাটাভেল পিকিং।
এতে বলা হয়, এই প্রকল্পের আওতায় উক্ত ৪০টি কারখানার শ্রমিক-মালিকদের নিয়ে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ ও সভার কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জেন্ডার সমতা বিষয়ে তাদেরকে সচেতন করা হবে। এছাড়া কারখানায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ কর্মপরিবেশ সৃষ্টি করে পোশাকের গুণগতমান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সহায়ক ভূমিকা রাখবে।
সেমিনারে শ্রমিকদের শব্দ দূষণমুক্ত কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে মালিক-কর্মচারী এবং শ্রমিকদের সহযোগিতার মনোভাবের ওপর গুরুত্ব দেয়া হয়। কারখানায় জেন্ডার সমতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে, ৫ কোটি ২০ লাখ টাকা। সময় লাগবে ২ বছর ৩ মাস। যা ২০১৪ সালের অক্টোবর মাসে শুরু হয়ে ২০১৬ সালের ডিসেম্বর মাসে শেষ হবে।
সেমিনারে বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, শ্রমসচিব মিকাইল শিপার, বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, প্রকল্প পরিচালক মহসিন উদ্দিন আহমেদ প্রমুখ।