ঢাকা : ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, বাংলাদেশ উন্নত মানবসম্পদ তৈরিতে অভূতপূর্ব সাফল্য রেখে চলছে। আধুনিক শিক্ষাব্যবস্থার নিরিখে বাংলাদেশ সরকার শিক্ষার মান উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে শিক্ষাক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন।
মঙ্গলবার ঢাকা ইমপেরিয়াল কলেজের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, আজকের ছাত্রসমাজ আগামীর উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ হতে সর্বদা দূরে থাকার পরামর্শ দেন তিনি। এসময় জ্ঞানের পবিত্র আলোয় হৃদয়কে আলোকিত করে একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজেদের মেধা ও মননকে কাজে লাগানোর জন্য তাদের প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা হলেন জাতি গঠনের যৌথ কারিগর। শিক্ষকদের সুশিক্ষাদান, সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সঠিক নজরদারি ও পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে উৎকৃষ্ট সন্তান, গড়ে ওঠে মর্যাদাশীল উন্নত জাতি। সন্তানদের অতি আদরে একরোখা করে তোলা এবং অতি অনুশাসনে অবাধ্য সন্তানে পরিণত করা থেকে বিরত থাকতে তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
পরে ডেপুটি স্পিকার অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।
ইমপেরিয়াল কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইসমত কাদির গামা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে রহমতুল্লাহ।