ঢাকা : রাজস্ব ফাঁকির অভিযোগে বিকাশ ঘোষ নামক এক ব্যবসায়ীকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় জজ আদালত।
দুদকের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি শীর্ষ নিউজকে নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, চট্টগ্রামের আমদানিকারক মেসার্স শ্রাবণী ট্র্রেডার্সের মালিক বিদেশ থেকে ২৭ হাজার মিটার কাপড় আমদানি করেন। কিন্তু করফাঁকির উদ্দেশ্যে কাস্টমস বিভাগকে মাত্র ১৫ হাজার ৩১৬ মিটার কাপড় আমদানির এলসি দেয় এ ব্যবসায়ী। আর তাতে আমদানি মূল্য ৪০ হাজার ৫০০ মূল্য মার্কিন ডলারের পরিবর্তে ২২ হাজার ৯৭৪ মার্কিন ডলার প্রদর্শন করায় রাজস্ব ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৬ হাজার ৪২৩ টাকা।
বিষয়টি প্রমাণিত হওয়ার পর শুল্ক ফাঁকির জরিমানা ৫০ হাজার টাকা ও পিএসআই সার্ভিস চার্জ বাবদ ২১ হাজার ৭২৮ টাকাসহ মোট ৬ লাখ ৯৮ হাজার ১৫১ টাকা দাবি করে এ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করে কাস্টমস বিভাগ।
আসামির বিরুদ্ধে অভিযোগ সমূহ ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮ ধারায় প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশেষ জজ আদালত তাকে পনের বছরের সশ্রম কারাদণ্ড প্রদানসহ আরও এক বছর তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এছাড়াও ৬ লক্ষ ৯৮ হাজার ১৫১ টাকা সরকারি রাজস্ব আত্মসাতকৃত অর্থ তার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আদায় করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ প্রদান করেছেন আদালত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান