লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া বাজারে দীর্ঘ দিন থেকে নকল ও ভেজাল ওষুধ বিক্রি করার দায়ে আমির হোসেন (৩৫) নামের এক ওষুধ কারখানার মালিককে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় কারখানা থেকে নকল ও ভেজাল ৫ লাখ টাকার ওষুধ জব্দ করে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সোহেল রানা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আমির সদর উপজেলার দত্তপাড়া গ্রামের আহম্মদ উল্যার ছেলে।
এসময় একই বাজারে কামরুল হাসানকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
নোয়াখালী অঞ্চলের ড্রাগ ইন্সপেক্টর তানভির আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে দত্তপাড়া বাজারের হেলথ হোম সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের নকল ও ভেজাল ওষুধ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সোহেল রানা অপরাধ প্রমাণীত হওয়ায় আমির হোসেনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও জব্দকৃত ৫ লাখ টাকার ঔষুধ পুড়িয়ে বিনষ্ট করার আদেশ দেন।
পরে বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে সাধারণ মানুষের সামনে নকল ও ভেজাল ওষুধগুলো পুড়িয়ে নষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা জানান, ড্রাগ আইন ১৯৪০ এর ১৮ (এ) ২৭ ধারা মোতাবেক নকল ও ভেজাল ওষুধ বিক্রি করার দায়ে কারখানার মালিককে এক বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান