খাগড়াছড়ি : খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির (মানবেন্দ্র লারমা গ্রুপ) পাল্টা-পাল্টি কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো পার্বত্য চুক্তির ১৭ বছর পূর্তি।
মঙ্গলবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সাদা কবুতর ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
পরে জেলা পরিষদের আয়োজনে স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ, ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা আলাদা ব্যানারে পরিষদ অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান চাইথো অং মারমা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কাজী শামছুল হক, জেলা প্রশাসক মাসুদ করিম, পুলিশ সুপার শেখ মোঃ মিজানুর রহমান, পৌর মেয়র রফিকুল আলম, উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রইস উদ্দিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পার্বত্য চুক্তির অধিকাংশ শর্ত বাস্তবায়ন করা হয়েছে বলেই আজ পার্বত্য চট্টগ্রামে শান্তি বিরাজমান, উন্নয়ন কর্মকা- অব্যাহত রয়েছে।
অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (মানবেন্দ্র লারমা গ্রুপ) মহাজন পাড়া থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলে সরকার পার্বত্য চুক্তি এখনো বাস্তবায়ন করেনি অভিযোগ করে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়। মিছিলটি শহরের শাপলা চত্বর ব্রিজ অতিক্রমের সময়ে পুলিশ বাধা দেয়। এসময় বিক্ষুপ্ত কর্মীরা একটি বিআরটিসি, একটি মাইক্রোবাস ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে লারমা স্কোয়ারে ফিরে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করে। এসময় পিসিজেএসএস একাংশের সভাপতি সুধাসিন্ধু খীসা, সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা, প্রীতিময় চাকমা ও সুগত চাকমাসহ শীর্ষ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
অপরদিকে বাঙালি ছাত্রপরিষদের ব্যানারে এ চুক্তিকে কালো ও বৈষম্যের চুক্তি আখ্যা দিয়ে এ অসম চুক্তিকে বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শাহাজল ইসলাম সজলের নেতৃত্বে এ মিছিলে জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, পানছড়ি উপজেলা শাখার সভাপতি এরশাদ আলী ও খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান