রাজশাহী : ভারতে পাচারকালে রাজশাহীর বাঘা থেকে ৬ যুবককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ভারতীয়সহ দুই পাচারকারীকে আটক করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী-৩৭ বিজিবির বাঘার মীরগঞ্জ ক্যাম্প সদস্যরা মীরগঞ্জ হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করে।
উদ্ধারকৃত ৬ যুবক হলেন, জেলার চারঘাটের রাওথা গ্রামের আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম (১৮), একই এলাকার তমিজ উদ্দিনের ছেলে সুমন আলী (১৮), জামাল উদ্দিনের ছেলে মিঠুন আলী (১৬), বড়বড়িয়া গ্রামের দুলাল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (১৮), নাটোর জেলার সদর উপজেলার কাফুরিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে সবুজ আলী (১৮) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম রবি (২২)।
আটক দুই পাচারকারী হলেন, ভারতের কেরালা প্রদেশের বালাইনজিরা থানার কড্ডারামপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩১) ও চারঘাট উপজেলার রাওথা গ্রামের বাবু আলীর ছেলে রাজিব হোসেন (২২)।
রাজশাহী ৩৭ বিজিবির অধিনায়ক আনোয়ার-উল-আলম বিকালে জানান, মীরগঞ্জ বিজিবি ক্যাম্পের হাবিলদার মোস্তাফিজ বিশেষ অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ আট জনকে আটক করে।
ওই ভারতীয় নাগরিকের সহায়তায় বাংলাদেশি এক যুবক ভারতের কেরালায় ভালো বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অন্য যুবকদের পাচার করে নিয়ে যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ঘটনায় সন্ধ্যার দিকে বাঘা থানায় মামলা হয়েছে। ওই মামলায় আমাগীকাল (বুধবার) তাদের আদালতে নেয়া হবে।