ঢাকা : পুনে এফসিকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে ভুটানের কিংস কাপে চ্যাম্পিয়ন হল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফলে প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে কিংস কাপ জয় করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মঙ্গলবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে পুনে এফসিকে ১-০ গোলে হারিয়েছে ধানমন্ডির দলটি। খেলার প্রথম থেকেই দারুণ আক্রমণাত্মক খেলে মারুফুলের শিষ্যরা। বিশেষ করে ওয়েডসন ও ল্যান্ডিংয়ের কম্বিনেশন বেশ ভুগিয়েছে পুনের রক্ষণভাগকে। ম্যাচের ২৫তম মিনিটে ওয়েডসনের কর্নার থেকে ইয়াসিন দূর্দান্ত হেড করে লিড এনে দেয় শেখ জামালকে। গোলে খুশিতে মেতে ওঠে বাংলাদেশের ক্লাবটি। এরপর খেলার শেষ পর্যন্ত রনি, ল্যান্ডিংরা বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও, তা কাজে লাগাতে পারেননি।
গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মোহনবাগানকে ৫-৩ গোলে হারিয়ে কিংস কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেন শেখ জামাল ক্লাব।
সেমি-ফাইনালে উঠে নোপালের মানাং মার্সিয়াংদি ক্লাবকে ২-১ হারিয়ে ফাইনালে উঠেছিল শেখ জামাল।