ঢাকা : বিনোদন চ্যানেল (চ্যানেল সিক্সটিনের) সম্প্রচার বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিটিআরসিকে মঙ্গলবার বিকেলে চিঠি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তার পর পরই চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়।
চিঠিতে মন্ত্রণালয়ের টিভি-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আখতারুজ্জামান তালুকদারের সই রয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে পাঠানো নির্দেশনায় বলা হয়, ‘ইনসাইট টেলিকাস্ট কোম্পানি লিমিটেডের চ্যানেল সিক্সটিন এর পরীক্ষামূলক সম্প্রচারের অনুমতির মেয়াদ ২০১৩ সালের ৩০ নভেম্বর শেষ হয়েছে এবং তা আর বাড়ানো হয়নি।
এ অবস্থায় ইনসাইট টেলিকাস্ট কোম্পানি লিমিটেড বা অন্য কারো পরিচালনায় চ্যানেল সিক্সটিন এর নামে কোনো টেলিভিশন চ্যানেল কেবল অপারেটর, অনলাইন বা অন্য কোনো মাধ্যমে যাতে সম্প্রচার করা না হয় সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হলো।’
ইনসাইট টেলিকাস্ট লিমিটেডের তত্ত্বাবধানে যাতে কোন চ্যানেল পরিচালিত না হয় সে লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে অনুরোধ করেছেন। f