ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃতদেরকে পুনরায় দলে ফিরিয়ে নিচ্ছে বিএনপি।
আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করে তোলার লক্ষ্যে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে।
ইতিমধ্যে বহিষ্কৃতদের দলে ফিরিয়ে নেওয়ার জন্য চিঠি ইস্যু করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্দেশনা দিয়েছেন।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে যাদের কারণে দলের বেশি ক্ষতি হয়েছে তাদের ব্যাপারে চিন্তা-ভাবনা করা হচ্ছে।
সূত্রটি জানায়, গত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যাদের বহিষ্কার করা হয়েছিল ইতিমধ্যে তাদের ১৫ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আরো অর্ধশতাধিকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের অপেক্ষায় আছে।
তারা ইচ্ছে করলে দলের কেন্দ্রীয় দফতর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি সংগ্রহ করতে পারবেন বলে সূত্র জানিয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান