বেনাপোল : বেনাপোলের শার্শা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং জেএসসির মূল খাতা ও অতিরিক্ত খাতা জব্দ করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার আরিফুজ্জামান।
মঙ্গলবার দুপুরে এ খাতাগুলো জব্দ করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার আরিফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসএসসি ও জেএসসির মূল খাতা ও অতিরিক্ত খাতা মাধ্যমিক শিক্ষা বোর্ডে জমা না দিয়ে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে জানা যায়। পরে শার্শা উপজেলা সদরের পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় একটি ঘর তল্লাশি করা হয়। তখন সেখান থেকে এসএসসি ও জেএসসির মূল খাতা ৩১৮ পিস, অতিরিক্ত খাতা ৩ হাজার ২ শত ৬৮ টি ও অতিরিক্ত খাতার টপশীট ৭১২ পিস জব্দ করা হয়। জব্দকৃত খাতাগুলি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেওয়া হয়েছে। পরে এ খাতাগুলো যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ডে জমা দেওয়া হবে।
শর্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অহেদুজ্জামান জানান, উদ্ধারকৃত খাতাগুলো আমার অফিসে জমা রয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি প্রতিবেদন দেওয়া হবে যশোর জেলা প্রশাসকের কাছে। যেহেতু খাতাগুলি যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ডের সেই ক্ষেত্রে শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রধান শিক্ষকের শাস্তির বিষয়টি বিবেচনা করবেন।
শার্শা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, এসএসসি ও জেএসসি পরীক্ষার পর অবশিষ্ট এ খাতা গুলি বোর্ডে জমা দেওয়া হয়নি। আমার সঙ্গে ৩-৪ জন শিক্ষকের সম্পর্ক ভাল না থাকায় তারা ষড়যন্ত্র করে এটা করেছে। তাছাড়া এই খাতাগুলির টপপেজ কেটে ভকেশনাল পরীক্ষায় অতিরিক্ত শীট হিসেবে ব্যবহার করা হচ্ছিল।