ঢাকা : দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য ডা. শামারুখ মাহজাবীনের লাশ বুধবার তোলার সিদ্ধান্ত নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার সিআইডি টিমটির যশোরে যাওয়ার কথা থাকলেও ধানমন্ডি থানার মামলার কাগজপত্র বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় তারা যেতে পারেননি। তবে বুধবার সকালে সিআইডি টিমটি যশোর যাবে।
এর আগে শনিবার পুলিশ সদর দফতর এক নির্দেশে মাহজাবীনের বাবার দায়েরকৃত মামলাটি ধানমন্ডি থানা থেকে সিআইডিতে স্থানান্তর করেছে। সিআইডির এএসপি মুন্সী রুহুল হক মামলাটি তদন্ত করবেন। তার নেতৃত্বে বুধবার সিআইডি দলটি যশোর যাবে। এরপর বুধবার দিনের যে কোনো একসময় মাহজাবীনের লাশটি তোলা হবে। যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, এ বিষয়ে যশোর জেলা সিভিল সার্জন ডা. আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
তিনি জানান, এ ব্যাপারে কিছু জানেন না। এটা পুলিশের কাজ। তিনি বড্ড ঝামেলায় আছেন। তবে মৃতদেহ পুনরায় ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে অপর একটি সূত্র জানিয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে এ চিঠি পাঠানো হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. ইয়াকুব আলী মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তে আলামত সংগ্রহ করে যশোরসহ তিনস্থানে পরীক্ষা করা হবে। অন্য দু’টি প্রতিষ্ঠান হচ্ছে, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ।
গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার ৬ নম্বর সড়কের বাসা থেকে যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা খান টিপু সুলতানের পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবীনের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় টিপুর স্ত্রী। হাসপাতালের চিকিৎসক মাহজাবীনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই দিন রাতেই মাহজাবীনের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করনে। মামলায় মাহজাবীনের শ্বশুর খান টিপু সুলতান, শাশুড়ি ডা. জেসমিন এবং স্বামী হুমায়ুন সুলতানকে আসামি করা হয়। উচ্চআদালত থেকে শ্বশুর-শাশুড়ি জামিনে থাকলেও হুমায়ুন সুলতান কারাগারে রয়েছেন।
মাহজাবীনের মৃত্যুর পর তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। গত ২৩ নভেম্বর ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ করে পুলিশ। তাতে মাহজাবীনের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে। যা তার পরিবার প্রত্যাখ্যান করে আদালতের শরণাপন্ন হয়। গত মঙ্গলবার মাহজাবীনের বাবা ঢামেকের ময়নাতদন্তের রিপোর্ট চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহা ওই দিনই মাহজাবীনের লাশ উত্তোলনের নির্দেশ দেন যশোরের সিভিল সার্জনকে। আদালতের আদেশে ফের ময়নাতদন্তের জন্য তাই লাশ তোলা হবে বুধবার।
অপরদিকে গত শনিবার মাহজাবীনের বাবা নুরুল ইসলাম তার পরিবার সদস্যদের জীবনাশঙ্কার কথা উল্লেখ করে যশোরের কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি মাহজাবীনের হত্যার কোনো আলামত নষ্টের উদ্দেশ্যে যাতে লাশ গায়েব না হয় সে জন্য যশোরের কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এরপর কারবালা কবরস্থান কমিটির আহ্বায়ক পীর নুর বোরহান শাহ হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক, যশোর পুলিশ সুপার ও কোতয়ালী থানার সহযোগিতায় কবরের নিরাপত্তা বৃদ্ধি করেন।
তবে কবরস্থানের ভেতর থেকে সন্দেহভাজন তিনজনকে সোমবার রাতে আটক করে পুলিশ। লাশ চুরির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান