অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি

‘ড. শফিউল হত্যাকাণ্ড : খুনি ধরতে পুলিশের গড়িমসি’

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ১৮ দিন পরেও প্রকৃত খুনিরা ধরা না পরার পেছনে পুলিশের গড়িমসিকে দায়ী করছেন বিভাগের শিক্ষকরা।

মঙ্গলবার সকালে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি থেকে এ ক্ষোভের কথা জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শফিউল ইসলামের হত্যাকা- নিয়ে আমাদের অন্ধকারে রাখা হয়েছে। আমরা প্রকৃত অপরাধীদের দেখতে চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু পুলিশের গড়িমসির কারণে প্রকৃত হত্যাকারীরা বিচারের আওতায় আসছে না বলেও দাবি করেন তারা।

বক্তারা আরো বলেন, আমাদের রক্তক্ষরণ বন্ধ হোক। রক্তক্ষরণ চলছে, যতক্ষণ না পর্যন্ত শফিউলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে ততক্ষণ পর্যন্ত তা বন্ধ হবে না।

তবে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (বোয়ালিয়া থানা) ইফতেখায়ের আলম শীর্ষ নিউজকে বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি নিয়ে এগুচ্ছি। তবে হত্যার বিষয়ে একাধিক তদন্ত চলার কারণে একটু সময় বেশি লাগছে। দ্রুতই এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাব-৫ এর হাতে আটক ৬ জনের মধ্যে ৫ জনকে মঙ্গলবার দুপুরে নতুন করে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এই রিমান্ডে নতুন তথ্য বেড়িয়ে আসবে বলেও জানান তিনি।

এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ক্যাম্পাসের প্যারিস রোডে আয়োজিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান বিভাগের সামনে গিয়ে শেষ হয়।

এ মানববন্ধনে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামরুল হাসান মজুমদার, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ফয়জার রহমান, শিক্ষার্থী মেহেদী হাসান বারী প্রমুখ। সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক সিরাজুল ইসলাম।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপায়া এলাকায় নিজের বাসার কাছে শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

‘ড. শফিউল হত্যাকাণ্ড : খুনি ধরতে পুলিশের গড়িমসি’

আপডেট টাইম : ০২:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ১৮ দিন পরেও প্রকৃত খুনিরা ধরা না পরার পেছনে পুলিশের গড়িমসিকে দায়ী করছেন বিভাগের শিক্ষকরা।

মঙ্গলবার সকালে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি থেকে এ ক্ষোভের কথা জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শফিউল ইসলামের হত্যাকা- নিয়ে আমাদের অন্ধকারে রাখা হয়েছে। আমরা প্রকৃত অপরাধীদের দেখতে চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু পুলিশের গড়িমসির কারণে প্রকৃত হত্যাকারীরা বিচারের আওতায় আসছে না বলেও দাবি করেন তারা।

বক্তারা আরো বলেন, আমাদের রক্তক্ষরণ বন্ধ হোক। রক্তক্ষরণ চলছে, যতক্ষণ না পর্যন্ত শফিউলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে ততক্ষণ পর্যন্ত তা বন্ধ হবে না।

তবে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (বোয়ালিয়া থানা) ইফতেখায়ের আলম শীর্ষ নিউজকে বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি নিয়ে এগুচ্ছি। তবে হত্যার বিষয়ে একাধিক তদন্ত চলার কারণে একটু সময় বেশি লাগছে। দ্রুতই এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাব-৫ এর হাতে আটক ৬ জনের মধ্যে ৫ জনকে মঙ্গলবার দুপুরে নতুন করে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এই রিমান্ডে নতুন তথ্য বেড়িয়ে আসবে বলেও জানান তিনি।

এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ক্যাম্পাসের প্যারিস রোডে আয়োজিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান বিভাগের সামনে গিয়ে শেষ হয়।

এ মানববন্ধনে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামরুল হাসান মজুমদার, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ফয়জার রহমান, শিক্ষার্থী মেহেদী হাসান বারী প্রমুখ। সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক সিরাজুল ইসলাম।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপায়া এলাকায় নিজের বাসার কাছে শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।