অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো Logo দাদন ব্যবসায়ীর ভয়ে ঘর ছাড়া চা বিক্রেতা সুদ আসলে পরিশোধ করেও আসামী Logo লালমনিরহাট শাখা ফুলকুঁড়ি সদস্য, চৌকস ভাইয়াদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠান Logo ঢাকায় বাস টার্মিনালে বিআরটিএ’র সাঁড়াশি অভিযান মোবাইল কোর্টের Logo ডেমরা থানা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর Logo আব্দুল্লাপুরে বিভিন্ন বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান Logo বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান Logo ঈদ যাত্রা নিশ্চিত ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে চট্টগ্রাম বিআরটিএ’র সাঁড়াশি অভিযান

‘ড. শফিউল হত্যাকাণ্ড : খুনি ধরতে পুলিশের গড়িমসি’

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ১৮ দিন পরেও প্রকৃত খুনিরা ধরা না পরার পেছনে পুলিশের গড়িমসিকে দায়ী করছেন বিভাগের শিক্ষকরা।

মঙ্গলবার সকালে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি থেকে এ ক্ষোভের কথা জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শফিউল ইসলামের হত্যাকা- নিয়ে আমাদের অন্ধকারে রাখা হয়েছে। আমরা প্রকৃত অপরাধীদের দেখতে চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু পুলিশের গড়িমসির কারণে প্রকৃত হত্যাকারীরা বিচারের আওতায় আসছে না বলেও দাবি করেন তারা।

বক্তারা আরো বলেন, আমাদের রক্তক্ষরণ বন্ধ হোক। রক্তক্ষরণ চলছে, যতক্ষণ না পর্যন্ত শফিউলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে ততক্ষণ পর্যন্ত তা বন্ধ হবে না।

তবে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (বোয়ালিয়া থানা) ইফতেখায়ের আলম শীর্ষ নিউজকে বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি নিয়ে এগুচ্ছি। তবে হত্যার বিষয়ে একাধিক তদন্ত চলার কারণে একটু সময় বেশি লাগছে। দ্রুতই এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাব-৫ এর হাতে আটক ৬ জনের মধ্যে ৫ জনকে মঙ্গলবার দুপুরে নতুন করে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এই রিমান্ডে নতুন তথ্য বেড়িয়ে আসবে বলেও জানান তিনি।

এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ক্যাম্পাসের প্যারিস রোডে আয়োজিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান বিভাগের সামনে গিয়ে শেষ হয়।

এ মানববন্ধনে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামরুল হাসান মজুমদার, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ফয়জার রহমান, শিক্ষার্থী মেহেদী হাসান বারী প্রমুখ। সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক সিরাজুল ইসলাম।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপায়া এলাকায় নিজের বাসার কাছে শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার

‘ড. শফিউল হত্যাকাণ্ড : খুনি ধরতে পুলিশের গড়িমসি’

আপডেট টাইম : ০২:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০১৪

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ১৮ দিন পরেও প্রকৃত খুনিরা ধরা না পরার পেছনে পুলিশের গড়িমসিকে দায়ী করছেন বিভাগের শিক্ষকরা।

মঙ্গলবার সকালে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি থেকে এ ক্ষোভের কথা জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শফিউল ইসলামের হত্যাকা- নিয়ে আমাদের অন্ধকারে রাখা হয়েছে। আমরা প্রকৃত অপরাধীদের দেখতে চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু পুলিশের গড়িমসির কারণে প্রকৃত হত্যাকারীরা বিচারের আওতায় আসছে না বলেও দাবি করেন তারা।

বক্তারা আরো বলেন, আমাদের রক্তক্ষরণ বন্ধ হোক। রক্তক্ষরণ চলছে, যতক্ষণ না পর্যন্ত শফিউলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে ততক্ষণ পর্যন্ত তা বন্ধ হবে না।

তবে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (বোয়ালিয়া থানা) ইফতেখায়ের আলম শীর্ষ নিউজকে বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি নিয়ে এগুচ্ছি। তবে হত্যার বিষয়ে একাধিক তদন্ত চলার কারণে একটু সময় বেশি লাগছে। দ্রুতই এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাব-৫ এর হাতে আটক ৬ জনের মধ্যে ৫ জনকে মঙ্গলবার দুপুরে নতুন করে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এই রিমান্ডে নতুন তথ্য বেড়িয়ে আসবে বলেও জানান তিনি।

এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ক্যাম্পাসের প্যারিস রোডে আয়োজিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞান বিভাগের সামনে গিয়ে শেষ হয়।

এ মানববন্ধনে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামরুল হাসান মজুমদার, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ফয়জার রহমান, শিক্ষার্থী মেহেদী হাসান বারী প্রমুখ। সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক সিরাজুল ইসলাম।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপায়া এলাকায় নিজের বাসার কাছে শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।