ঢাকা : অনুর্ধ্ব-২১ এএইচএফ কাপ হকিতে ১০-০ গোলের বিশাল ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় ম্যাচেও জয়ে তুলে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-২১ হকি দল। খেলার দ্বিতীয়ার্ধে পাঁচটি করে মোট দশটি গোল করে নেন স্বাগতিকরা। এর আগে সোমবার নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে চাইনিজ তাইপেকে হারায় বাংলাদেশ।
মঙ্গলবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলার ৩মিনিটের মাথায় সরাসরি হিটে বাংলাদেশকে প্রথম গোল এনে দেয় সারোয়ার। এরপর শুরু হয় বাংলাদেশের গোল উৎসব। ম্যাচের ০৭ মিনিটে থাই কীপারকে ফাঁকি দিয়ে জালে বল ঝড়ান খোরশেদুর (২-০)। আবারো ১১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলীয় তৃতীয় গোল পূরণ করেন খোরশেদুর। ২১ মিনিটে থাইল্যান্ডের ডিফেন্ডারদের কাটিয়ে একক প্রচেস্টায় গোল করে মিলন (৪-০)। প্রথমার্ধে শেষ হওয়ার আগে আরো একটি গোল করে খোরশেদুর। এরপর ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে ৩৯ মিনিটে মিলনের পাসে কৌশিকের হিটে বাংলাদেশের ষষ্ঠ গোল হয় (৬-০)। ৪১ মিনিটে একক প্রচেস্টায় গোল করে মিলন (৭-০)। এরপর ৪৪ মিনিটে রোমানের সুযোগ সন্ধানি গোল (৮-০)। ৪৮ মিনিটে সারোয়ারের পাস থেকে কৌশিক আবারো গোল করেন (৯-০)। ৫৭ মিনিটে দলীয় দশম গোল করেন সারোয়ার। এরপর খেলা শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারি নি উভয় দল। বাংলাদেশের হয়ে খোরশেদ, মিলন। এ ছাড়া দুইটি গোল করেন কৌশিক।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর বিকেল ৩টায় বাংলাদেশের মুখোমুখি হবে ওমান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান