কাঠমান্ডু, নেপাল থেকে: নেপালের জনগণের কাছে জবাদিহিতা নিশ্চিত করতে ও সরকারের ব্যয়ে স্বচ্ছতা আনতে সার্ক সম্মেলনের সকল ব্যয় জনসম্মুখে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। সম্মেলনের নিরাপত্তার দায়িত্বে থাকা সকল সৈনিক, পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সার্ক মেডেল দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
১৮তম সার্ক শীর্ষ সম্মেলন বাস্তবায়ন কমিটির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠকটি ১ ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এজন্য সার্ক সম্মেলন বাস্তবায়নের সঙ্গে জড়িত সকল মন্ত্রী, সরকারি কর্মকর্তাকে দ্রুত সকল ব্যয় একত্র করার জন্যও নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী।
বৈঠকে সুশীল কৈরালা বলেন, সার্ক সম্মেলনটি যথা সময়ে সিডিউল মোতাবেক ও নিরাপদে হবে কী না এ নিয়ে আমি আশঙ্কায় ছিলাম। নিরাপত্তার দায়িত্ব সঠিকভাবে পালন করায় কাজের স্বীকৃতি হিসেবে নিরাপত্তা কর্মীদের সার্ক মেডেল পুরস্কর দেওয়া হবে।
গত সপ্তাহে দেশটিতে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে প্রায় ২৯ হাজারের বেশি নিরাপত্তা কর্মী অংশগ্রহণ করে।
সুশীল কৈরালা বলেন, এবারের সার্ক সম্মেলন বাস্তাবায়ন করায় আন্তর্জাতিক অঙ্গনে নেপালের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এ অভিজ্ঞতা নেপালে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে কাজে লাগবে।
এসময় তিনি বিমসটেক সম্মেলনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং কমিটি গঠনের নির্দেশ দেন। বিমসটেক সম্মেলনটিও কাঠমান্ডুর রাষ্ট্রীয় সভা গৃহতে হবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।