বরগুনা : বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে অপহৃত জেলেদের মধ্য হতে ১২দিন পর মুক্তিপণ দিয়ে ২টি ট্রলারসহ আরো ৪১জন জেলে ফিরে এসেছে।
মঙ্গলবার সকালে অপহরণকৃতরা ফিরে আসে।
অপহরণকৃতদের বাড়ি তালতলী, কলাপাড়ার মহিপুর, পাথরঘাটা, বরগুনা ও মঠবাড়ীয়া এলাকার বিভিন্ন গ্রামে।
ফলে তিন দফায় জলদস্যুদের কবল থেকে অপহরণকৃত ৯৭ জেলে ফিরে এসেছে।
সূত্রে জানা যায়, তালতলীর দক্ষিণ বঙ্গোপসাগরের লাল দিয়ার চর ও পক্ষী দিয়ার চর সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে তালতলী কলাপাড়ার মহিপুর, পাথরঘাটা ও বরগুনা এলাকায় সুন্দরবনের গহিন জঙ্গলে থাকা জলদস্যুরা মুক্তিপণের দাবিতে গত ২১ নভেম্বর শুক্রবার রাতে প্রায় দেড় শতাধিক জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
জলদস্যুদের চুক্তি অনুযায়ী এক লাখ টাকার মুক্তিপণ দিয়ে জেলেরা মঙ্গলবার সকালে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে আসেন।
মুক্তিপণ দিয়ে ফিরে আসা তালতলীর জেলে কাসেম মাঝি(৪৫) ও সেন্টু মাঝি(৪০) জানান, জলদস্যুরা তাদেরকে অপহরণ করে নেয়ার পর থেকে এক গহিন জঙ্গলের ভিতরে খালের মধ্যে ট্রলারে আটকে রেখেছিল। জলদস্যুরা তাদেরকে মারধরসহ অমানুষিক নির্যাতন করেছে।