ঢাকা : এবার দৈনিক বর্তমানও বন্ধ হয়ে গেলো। কোন আগাম নোটিশ ছাড়াই সোমবার থেকে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য দৈনিক বর্তমান বন্ধ ঘোষণা করেছে।
জানা গেছে, পত্রিকাটি রোববারও যথারীতি প্রকাশিত হয়েছে। রাজধানীর সানমুন টাওয়ারে সোমবার সকালে অফিসে প্রবেশ করতে গিয়ে সংবাদকর্মীরা দেখতে পান পত্রিকা বন্ধের নোটিশ টানানো। লিফটের দরজার পাশে স্বাক্ষরবিহীন একটি কাগজে হাতে লেখা দৈনিক বর্তমান পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল। আদেশক্রমে কর্তৃপক্ষ। ১৭ তলায় পত্রিকার অফিস ছিলো তালাবদ্ধ।
পত্রিকাটির একজন সংবাদকর্মী জানান, আগাম কিছু না জানিয়ে রাতের আঁধারে মালিকপক্ষ পত্রিকা বন্ধ করে আমাদের সাথে প্রতারনা করেছেন। তিন মাসের বেতন বকেয়া আছে। তিনি জানান, পত্রিকার ডেপুটি এডিটর দুলাল আহমদ চৌধুরী রোববার সন্ধ্যায় অফিস ত্যাগ করার আগে শারীরিক অসুস্থতার কথা বলে সকলের কাছ থেকে বিদায় নিয়ে রাতেই মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এরপর সোমবার সকালে পত্রিকাটি বন্ধের ঘোষণা দেখে সবাই হতাশ হন।
উল্লেখ্য. দৈনিক বর্তমানে মালিক মিজানুর রহমান বর্তমানে দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন। মালিক জেলে থাকায় আর্থিক সঙ্কটের কারনে পত্রিকাটি বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। এর আগে শনিবার দৈনিক অর্থনীতি প্রতিদিন বন্ধ ঘোষণা করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান