নোয়াখালী: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকাল ৪টার দিকে খাসেরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করে আসছে কিছু অসাধু হোটেল, রেস্টুরেন্ট এবং বেকারি ব্যবসায়ী। যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বিকালে খাসেরহাট বাজারে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে নিমাই বেকারিকে ১০ হাজার এবং চারটি চা দোকানকে এক হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান