যশোর: যশোরে ইয়ামিন হোসেন রাব্বি (১৫) নামে এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ইজিবাইক চালকদের দাবি, তাকে খুন করা হয়েছে। তবে পুলিশ বলছে, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
রাব্বি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের মঞ্জু শেখের ছেলে। তারা সপরিবারে যশোর শহরের মিশনপাড়ায় বসবাস করে।
তার বড় ভাই মোস্তাইন বিল্লাহ জানান, রাব্বি পেশায় ইজিবাইক চালক। রোববার বিকালে তিনি ভাড়ায়চালিত ইজিবাইক নিয়ে বেরিয়ে আর ফিরে আসেননি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার দশপাখিয়া গ্রাম থেকে সংবাদ আসে যে, মাঠের মধ্যে এক কিশোরের লাশ পড়ে আছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ দিকে, রাব্বিকে খুন করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করছেন ইজিবাইক চালকরা। রাব্বির ‘খুনিদের’গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার সন্ধ্যায় ইজিবাইক চালকরা শহরে বিক্ষোভ মিছিল করেন। ইজিবাইক চালকসংঘের সাংগঠনিক সম্পাদক আবু হাসান জানান, রাব্বি হত্যার প্রতিবাদে পরবর্তী কর্মসূচি নির্ধারণে রাতে তারা বৈঠকে বসবেন।
চৌগাছা থানার ওসি বলেন, “রাব্বির মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। তাই ময়নাতদন্ত ছাড়া একে হত্যাকাণ্ড বলা যাবে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান