কুমিল্লা: কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হুমায়ুন কবির (৭০) নামের এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার সকাল সাড়ে ১০টার সদর দক্ষিণ উপজলোর বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের সঙ্গে জমি নিয়ে পাশের বাড়ির লোকজনের বিরোধ চলছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টায় হুমায়ুন কবিরের বাড়ির কাছের চায়ের দোকানের সামনে আজাদ মিয়া নামের এক ব্যক্তি তাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার এসআই আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মঞ্জিল মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। তবে আসামি আজাদ মিয়া পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।