ঢাকা: গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের পরিচালক উইং কমান্ডার মো. তাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ অনুসন্ধানী বিভাগে পাঠানো এক চিঠিতে কমিশনের সিদ্ধান্তের বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
জানা যায়, ১৯৭৮ সালে তিনি চট্টগ্রাম ইঞ্জিনিয়ারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার পাস করেন। ১৯৭৯ সালে গণপূর্ত অধিদফতরে চাকরিতে যোগ দান করেন। তিনি মুক্তিযোদ্ধা কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের কর্মকর্তার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে পৃথক অনুসন্ধান করছে দুদক।
মুক্তিযোদ্ধা হিসেবে গত ২৭ আগষ্ট তিনি গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান বলে জানা গেছে।
এদিকে অধিদফতরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভুয়া সম্পর্কে তথ্য উপাত্ত ও রেকর্ডপত্র চেয়ে দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী গত ৭ ও ৮ মে দুটি চিঠি পাঠিয়েছেন সংশ্লিষ্ট ঠিকানায়। শিগগিরই এ বিষয়ে অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানা যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান