ঢাকা: ফের ‘বাংলাওয়াশ’। অবশেষে জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’ করেই ছাড়লো টাইগাররা। তিন ম্যাচের টেস্ট সিরিজটি ৩-০ ব্যাবধানে জিতে প্রাথমিক কাজটা আগেই করে রেখেছিলো বাংলাদেশ। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও সে ধারা বজায় রেখে জিম্বাবুয়েকে দ্বিতীয়বারের মতো ‘বাংলাওয়াশের’ স্বাদ দিলো লাল-সবুদের দল।
প্রতিপক্ষকে এর আগে অনেকবারই দেশের মাটিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে ২০১০ ও ২০১৩ সালে শক্তিশালী নিউজিল্যান্ডকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করার পরই বাংলাদেশ ক্রিকেটে ‘বাংলাওয়াশ’ শব্দটি জুড়ে যায়। এবার সাফল্যগাধা ‘বাংলাওয়াশ’ শব্দটি টিকিয়ে রাখতেই কিনা জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ছাড়লো টাইগাররা।
এর আগে ২০০৬-০৭ মৌসুমেও একবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। সেবারও ওয়ানডে সিরিজটি ছিলো পাঁচ ম্যাচের। তবে এবারের আনন্দটা অবশ্যই বেশি। কারণ এবার ওয়ানডের আগে তিন ম্যাচের টেস্ট সিরিজেও জিম্বাবুয়ানদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।
বাংলাদেশ দল দেশের মাটিতে প্রতিপক্ষকে প্রথমবার ‘বাংলাওয়াশ’ করে ২০০৫-০৬ মৌসুমে। সেবার কেনিয়াকে নিজেদের মাঠে ৪-০ তে হারায় বাংলাদেশ। ২০০৬-০৭ মৌসুমে জিম্বাবুয়েকে ৫-০ তে হারানোর পর সেবারই স্কটল্যান্ডকে দেশের মাটিতে ২-০ তে হারায় টাইগাররা।
এরপর ২০০৭-০৮ মৌসুমে আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ৩-০ তে জয় পায় বাংলাদেশ। এরপর ‘বাংলাওয়াশের’ মঞ্চটা তৈরি করতে কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে টাইগারদের। তবে দেরি করে হলেও মঞ্চায়নটা ছিলো বেশ আনন্দদায়ক।
২০১১ সালে শক্তিশালী নিউজিল্যান্ডকে ডেকে এনে ‘বাংলাওয়াশের’ স্বাদ দেয় টাইগাররা। মুলত তখন থেকেই বাংলাদেশ ক্রিকেটে ‘বাংলাওয়াশ’ শব্দটি জুড়ে যায়। এরপর ২০১৩ সালেও দেশের মাটিতে নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করে ছাড়ে বাংলাদেশ দল।
‘বাংলাওয়াশ’ শব্দটি টিকিয়ে রাখতেই যেন জিম্বাবুয়েকে আবারো এই স্বাদ দিলো বাংলাদেশ ক্রিকেট দল। -
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান