গাজীপুর : আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও গাজীপুরের কালীগঞ্জে প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে চলছে শীতলক্ষ্যা নদীর ইজারাবিহীন অবৈধ বালু উত্তোলন।
ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সোমবার সকালে ভুক্তভোগী বালীগাঁও-ঘোনাপাড়া গ্রামবাসী কালীগঞ্জ-ঘোড়াশাল সড়ক অবরোধ করে রাখে। পরে ড্রেজার সরিয়ে নিলে তারা সড়ক অবরোধ তুলে নেয়।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, প্রভাবশালী একটি মহলের নাম ভাঙ্গিয়ে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী তীরবর্তী দেওপাড়া, মূলগাঁও, ঘোনাপাড়া, বালীগাঁও, মুনশুরপুর, দড়িসোম, ভাদার্ত্তী, উত্তরসোম গ্রামসহ সেভেন রিং সিমেন্ট কারখানা, প্রাণ, আরএফএল কারখানা, প্রাণ এগ্রো, ভরসা এগ্রো, জেটিএ ফুড, জেটিএ প্লাস্টিক, আর কে জুট মিল, আবুল খায়ের সিরামিক্স, হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস, কালীগঞ্জ উপজেলা পরিষদ, থানা, খাদ্য গুদাম, শত বছরের বেশি পুরোনো কালীগঞ্জ বাজার হুমকির মুখে।
বালীগাঁও গ্রামের নাছির উদ্দিন জানান, উপজেলার ঘোনাপাড়া গ্রামের কয়েকজন বালুদস্যু কোনো প্রকার ইজারা না নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দিনের পর দিন শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। আর এতে করে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে নদী তীরবর্তী মানুষ।
ইতিপূর্বে একাধীকবার অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ ও নির্বিচারে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিলেও বালু উত্তোলন বন্ধ হয়নি এখনো।
সরকারদলীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে তারা আরো বেশি বেপরোয়া হয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে প্রতিনিয়ত।
প্রাণ-আরএফএল-এর জিএম (প্রশাসন) শামসুল আলম মিঞা জানান, কারখানার সীমানা ঘেষে বেশ কিছু দিন ধরে বালু উত্তোলন করছে একটি মহল। এতে নদীর তীর ধসে কারখানা বিলীন হওয়ার ঝুঁকিতে আছে।
একাধীকবার পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বললেও কোন ফল হয়নি। বরং আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি। পাশাপাশি বালু উত্তোলন চক্রের ক্যাডার বাহিনীর হুশিয়ারিতো আছেই।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি মহল বালু উত্তোলন করছে বলে শুনেছি। বিষয়টি জেলা প্রশাসকের কাছে বলা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।