ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুতে ক্যাম্পাসের গাড়িতে ভাঙচুর, অগ্নি সংযোগ ও ভিসির বাংলো এবং পুলিশ উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় বাদী হয়ে ইবি থানায় অজ্ঞাতনামা দুটি ও পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এ তিন মামলায় মোট ২ হাজার অজ্ঞাত শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।
ইবি থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, রোববার বিশ্ববিদ্যালয়ের টিটু নামের এক ছাত্রের মৃত্যুতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাংলোসহ প্রায় ৪০টি বাসে ভাঙচুর করে। এতে প্রায় ৩০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে। অপরদিকে পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাত ১ হাজার ৫০০ শিক্ষার্থীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
ইবি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে থানায় দুটি ও পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এ মামলায় আমরা দ্রুত ব্যবস্থা নেবো।
ইবি ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরে আনার জন্য।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান