টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের পাঁচ দিন পর মোস্তফা কামাল (৬০) নামে এক মুক্তিযোদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার গড়গোবিন্দপুর এলাকায় ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, মোস্তফা কামাল সখিপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা এবং গ্যাসফিল্ড চৌরাস্তায় তিনি একটি ওষুধের ফার্মেসি পরিচালনা করতেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল নভেম্বরের ২৭ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবার ২৯ তারিখে বিষয়টি থানায় অবগত করলে এ বিষয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হয়।
সোমবার সকালে এলাকার লোকজন গড়গোবিন্দপুর এলকায় ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বেলা ১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ময়নাতদন্ত শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলেও জানান ওসি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান