কলকাতা: অষ্টাদশ শতকে সিলেটের বিখ্যাত কবি ও গীতিকার হাসন রাজার কথা কে না জানে? শুধু লেখাই নয়৷তিনি ধর্মনিরপেক্ষতার এক আদর্শ উদাহরণ ছিলেন৷তিনি স্কুল তৈরির পাশাপাশি মন্দির, মসজিদ ও গির্জা অর্থাৎ সকল ধর্মের মানুষদের তীর্থস্থান তৈরি করেছিলেন৷তাই মার্কিন মুলুক ফেরত বাংলাদেশি পরিচালক রাহুল আমিন এই বিষয়টাকেই বেছে নিয়েছেন৷
হাসন রাজার ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও প্রধান নারীচরিত্রের ভূমিকায় অভিনয় করছেন রাইমা সেন৷সম্প্রতি এই ছবিতে মিঠুন ও রাইমার ফার্স্ট লুক মুক্তি পেল৷বলাই বাহুল্য মিঠুনকে অসাধারণ মানিয়েছে৷- ওয়েবসাইট।