ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক প্রদত্ত ‘সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারি অ্যাওয়ার্ড’ পাওয়ায় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। রোববার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হলে সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে ধন্যবাদ প্রস্তাবটি আনলে প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যার আগেই প্রস্তাবটির ওপর আলোচনা শুরু হয়। সরকারি দল ও বিরোধী দলের (জাতীয় পার্টি) সদস্যরা প্রধানমন্ত্রীর প্রশংসার পাশাপাশি সংসদের বাইরে থাকা বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের সমালোচনা করে বক্তব্য রাখেন।
আলোচনায় অংশ নেন- আবুল মাল আব্দুল মুহিত, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু, অধ্যাপক আলী আশরাফ, ড. আবদুর রাজ্জাক, মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, ফজলে নূর তাপস, রুহুল আমিন হাওলাদার, ডা. রুস্তম আলী ফরাজী, কাজী ফিরোজ রশীদ, হাজী মো. সেলিম, তারানা হালিম, ফজিলাতুন্নেছা বাপ্পী, পংকজ দেবনাথ, মইন উদ্দিন খান বাদল, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম, একে এম আবুল কালাম আজাদ, নজিবুল বশর মাইজভান্ডারী।