ব্রাহ্মণবাড়িয়া : ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
রোববার বেলা আড়াইটায় ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশের সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের জিরো পয়েন্টে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ড. তৌফিক-ই-ইলাহী বলেন, সাড়ে চার হাজার উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ বর্তমান সরকারের আমলে ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করা হয়েছে।
তিনি আরও বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে আরও এক বছর অপেক্ষা করতে হবে। এক বছর পরে শর্ত সাপেক্ষে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ।
সোমবার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে রোববার আগরতলায় যান তিনি। আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলা প্রবেশের সময় ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মানিক দে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে স্বাগত জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগরতলায় বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
পালাটানার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান