সিরাজগঞ্জ : জাতীয় সংসদের সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আংশিক) আসনের উপ-নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ম ম আমজাদ হোসেন মিলনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
রোববার সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে নির্বাচন কমিশনের স্থানীয় অফিসে এই ঘোষণা দেয়া হয়।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আংশিক) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ম ম আমজাদ হোসেন মিলন এর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর ঈদুল আযহার দিন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলংগা আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য গাজী ইছাহাক আলী মারা যান।
এর ফলে ২৮ অক্টোবর সংসদ সচিবালয় এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনে চিঠি দিলে ১১ নভেম্বর এই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
এরপর ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে ম ম আমজাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আক্তারুল ইসলাম মুন্নু মনোনয়নপত্র জমা দেন। কিন্তু অসম্পূর্ণ থাকায় ২২ নভেম্বর মুন্নুর মনোনয়রপত্র বাতিল ঘোষণা করা হলে একমাত্র প্রার্থী হিসেবে টিকে থাকেন ম ম আমজাদ হোসেন মিলন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২০ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ২২ নভেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই, আপিল ২৩-২৫ নভেম্বর, ২৯ নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থীতা প্রত্যাহার ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ শেষে ২৩ ডিসেম্বর এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল।