গাজীপুর : গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আয়োজিত জোড় ইজতেমায় যোগ দিতে এসে এ পর্যন্ত তিন দিনে পাঁচজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
রোববার দুপুরে আরো এক মুসুল্লি মারা গেছেন। মৃত রুস্তম আলী (৪৬) রংপুর সিটি করপোরেশনের নিউ আদর্শপাড়া এলাকার মো. হাফিজুর রহমানের ছেলে।
মৃত অন্য মুসুল্লিরা হলেন- টাঙ্গাইলের মো. সামসুল হক ওরফে সামশুদ্দিন (৭০), লালমনিরহাটের মো. আজিম উদ্দিন (৭০), বাগের হাটের হাবিবুর রহমান (৭০) ও আব্দুল লতিফ (৭২)।
ইজতেমা ময়দানের মুরুব্বী মাওলানা মো. ফরিদ উদ্দিন জানান, রোববার দুপুর সোয়া ১ টার দিকে পেটে ব্যথা অনুভব করেন রুস্তম। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইজতেমা ময়দানের মুরুব্বী মো. গিয়াস উদ্দিন জানান, শনিবার দুপুর ১২ টার দিকে বুকে ব্যাথা অনুভব করেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনগ্রামের মৃত হোসেন আলী শেখের ছেলে হাবিবুর রহমান (৭০)। পরে টঙ্গী সরকারী হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একই দিন শনিবার রাত সাড়ে ১০ টার দিকে অসুস্থ হয়ে পড়েন বাঘেরহাট জেলার মৃত আবুল হাসেমের ছেলে আব্দুল লতিফ। পরে তাকে টঙ্গী হাসপাতালে নিলে রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে টঙ্গী থানার এএসআই মো. শাহীনুর জানান, শনিবার ভোর ৫ টার দিকে বাধ্যর্কজনিত অসুখে মারা গেছেন লালমনিরহাটের আজিম উদ্দিন। এছাড়া শুক্রবার মধ্য রাতে হঠাৎ অসুস্থতাবোধ করেন মুসুল্লি সামসুল হক ওরফে সামসুদ্দিন। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে জানাযা নামাজ শেষে তাদের লাশ স্ব-ঠিকানায় পাঠানো হয়।
এদিকে শুক্রবার থেকে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হয়। দেশ-বিদেশের হাজার হাজার মুসুল্লী টঙ্গীর ওই জোড় ইজতেমায় যোগ দিয়েছেন। মঙ্গলবার বাদ জোহর শেষ হবে ওই ইজতেমা। প্রতি বছর বিশ্বইজতেমার ৪০ দিন আগে পাঁচ দিনের এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।