ঢাকা: তিনমাস ধরে বেতন না পেয়ে বিক্ষোভ করেছে সরকার দলীয় সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ’র মালিকানাধীন চুনজি গার্মেন্টসের শ্রমিকরা।
রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল রোডে অবস্থিত কারখানার সামনে শ্রমিকরা এ বিক্ষোভ দেখায়।
তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ লঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছেন, প্রায় তিন মাস ধরে কারখানাটির শ্রমিকদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না। এরমধ্যে গত মাসে এটি বন্ধ করে দেওয়া হয়েছে।
অবশেষে বেতন ভাতার দাবিতে তারা রাস্তায় নেমেছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন শ্রমিকরা।