
ডেমরা (ঢাকা) প্রতিনিধি,ডেমরায় অলিউলালাহ (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গল বার রাত ৮ টার দিকে ডেমরা পুর্ববক্স নগর মাদ্রাসা রোডের গনি মোলাø টেড্রার্স এর সামনে থেকে ১৭ ক্যান বিয়ার সহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়,মাদকব্যবসায়ী অলিউল্লাহ দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময়ে তার কাছ থেকে হলেন্ডিয়া নামের ১৭ পিছ বিয়ার উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক আইনে মামলা হলে গ্রেফতার কৃতকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। গ্রেফতারকৃত অলিউলালাহ সারুলিয়ার পুর্ববক্স নগর ব্যাংক কলোনী এলাকার