কক্সবাজার : কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি পরিচালিত একটি স্কুল থেকে ১০ মিয়ানমার নাগরিকসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেলে সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নারীসহ তাদেরকে আটক করে।
সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বাংলাদেশি হলেন; চকরিয়ার ইকবাল, চট্টগ্রামের মো. তাহের মিয়া, রামু উপজেলার অলক কান্তি শর্মা।
বাকি মিয়ানমার নাগরিকরা হলেন; জেসমিন (১৭), জান্নাত আরা (২২), ইয়াছমিন (১৮), হাসিনা আকতার (১৮), আনছার উল্লাহ (২২), মোস্তফা (২০), কামাল হোসেন (২৫), নুরুল ইসলাম (২৩), সরওয়ার কামাল (২১), মোহাম্মদ ইলিয়াছ (২৫)।
তারা মিয়ানমারের নাগরিক বলে পুলিশ দাবি করেন।
অভিযানে নেতৃত্বদানকারী সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, আটককৃতদের কাছ থেকে ১লাখ ৫হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে তদন্ত চলছে। সংশ্লিষ্ট আইনে তাদেরকে গ্রেফতার দেখানো হবে।