জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তামান্না ফাহমিদা নামে প্রথমবর্ষের (বায়োকেমিস্ট্রি, ৪৩ ব্যাচ) এক ছাত্রী মারা গেছেন।
রোববার ভোর রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রোববার ঢাকার জিঞ্জিরা ও জাবি ক্যাম্পাসে দুদফা জানাজা শেষে লাশ তার গ্রামের বাড়ি পাবনাতে নিয়ে যাওয়া হয়।
লাশবাহী গাড়িতে অবস্থানরত তামান্নার বন্ধু শাকিল আহসান জানান, দুপুরে ক্যাম্পাস ও তামান্নার স্বামীর বাসা জিঞ্জিরাতে জানাজা শেষে পাবনাতে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। রাতে পাবনাতেই তাকে দাফন করা হবে।
পরিবার ও বন্ধুবান্ধন সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তামান্নাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার ভোর রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল হাসপাতালে মারা যান। কয়েকমাস আগে অসুস্থ থাকলেও সুস্থ হয়ে ক্লাস ও করেছে তামান্না বলে জানান তার বন্ধু শাকিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান