পাইকগাছা : খুলনার পাইকগাছায় মৃত্যুর প্রায় ২ মাস পর আদালতের নির্দেশে পুন: ময়না তদন্তের জন্য ব্যবসায়ী মৃত্যুঞ্জয়ের লাশ উত্তোলন করা হয়েছে। তিনি হরিপদ মন্ডলের ছেলে।
রোববার সকালে জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যুঞ্জয়ের নিজ গ্রাম উপজেলার খড়িয়া মিনহাজচক বসত বাড়ির সমাধিস্থল থেকে তার লাশ উত্তোলন করা হয়।
জানা যায়, গত ৮ অক্টোবর বসতবাড়ির পার্শ্ববর্তী খড়িয়া এলাকার যৌথ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঝুলন্ত অবস্থায় মৃত্যুঞ্জয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর পর তিনি আত্মহত্যা করেছে বলে প্রচার করে অপর যৌথ ব্যবসায়ী সুধান্য ঢালীর ছেলে দেবদাস ঢালী ওরফে পটল।
পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাকে ব্যবসায়ীক লেনদেনের কেন্দ্র করে একই এলাকার সুধান্য ঢালীর ছেলে দেবদাস ঢালী ওরফে পটল তাকে হত্যা করেছে।
এ ঘটনায় ১২ অক্টোবর মৃত্যুঞ্জয়ের কাকা তারক মন্ডল বাদি হয়ে দেবদাসসহ ৩ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ময়না তদন্তের আত্মহত্যার রিপোর্ট প্রত্যাখ্যান করে বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লাশ উত্তোলনপূর্বক পুনরায় ময়না তদন্তের নির্দেশ দেন।
আদালতের নির্দেশ মোতাবেক রোববার জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের উপস্থিতিতে লাশ উত্তোলনপূর্বক পুনরায় মর্গে প্রেরণ করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান