অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

শেষটা ভালো করার লক্ষ্য মাশরাফির

ঢাকা: দীর্ঘ প্রায় এক বছর হারের বৃত্তে বন্দি থাকার পর অবশেষে দুর্দান্তভাবে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে চলতি জিম্বাবুয়ে সিরিজটি স্বপ্নের মতোই কাটছে টাইগারদের।

সিরিজে এ পর্যন্ত তিনটি টেস্ট ও চারটি ওয়ানডে খেলে সবকটিতেই জয় পেয়েছে স্বাগতিকরা। ফলে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি জিতলে পূর্ণ সফলতা নিয়েই সিরিজ শেষ করতে পারবে স্বাগতিকরা।

আর তুলির শেষ আঁচড় হিসেবে সিরিজের সর্বশেষ ম্যাচটি জিতে স্মরণীয় এই সিরিজটির শেষটাও ভালো করতে চান ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, আমাদের সামনে একটাই ম্যাচ আছে। তো এই মুহূর্তে ভালো শেষ করাটা গুরুত্বপূর্ণ। কারণ সবসময় শেষটা ভালো হলে পরবর্তী ম্যাচে মাথায় থাকে যে শেষ ম্যাচটা আমরা জিতেছি। তাই আমি আশা করি যে, খেলোয়াড়রা এটাকে সিরিয়াসলি নেবে। বিশেষ করে আগের ম্যাচগুলোতে যে জায়গা গুলোতে সমস্যা ছিলো সেই জায়গাগুলোতে।

এ সময় মাশরাফি আরও বলেছেন, এ পর্যায়ে এসে আমরা ৪-১ এর কথা চিন্তা করছি না। পরপর চারটা ম্যাচ জেতার পরে সমস্ত খেলোয়াড়রাই আত্মবিশ্বাসী। তবে ক্রিকেটে অনেক কিছুই হতে পারে।

আমাদের জেতার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে বলে উল্লেখ করে মাশরাফি বলেন, কালকের (সোমবার) ম্যাচটা জেতার জন্য যতটুকু ভাল খেলা সম্ভব তাই খেলতে হবে।’

গত কয়েক ম্যাচে বাংলাদেশ দলে বেশ ঘনঘন পরিবর্তন আনা হয়েছে। এটাতে সমস্যা হতে পারে কিনা জানতে চাইলে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘পারফরমেন্সের ওপর প্রভাব তখনই পড়বে, যখন অন্যভাবে চিন্তা করা হবে। আসলে যাকে আনা হচ্ছে এবং যাকে বাহিরে রাখা হচ্ছে সবার সাথে আলোচনা করেই করা হচ্ছে। আর যাকে আনা হচ্ছে সে যদি তার দায়িত্বটা র্ঠিকভাবে পালন করে তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়।’

এ বিষয়ে মাশরাফি আরও বলেন, ‘একজন খেলোয়াড়কে বাহিরে রাখা হচ্ছে তার মানে এই নয় যে, তাকে ছুঁড়ে ফেলা হচ্ছে। বা এক ম্যাচ ভাল করলেই এমন না যে তাকে নিয়ে চিন্তা করা হচ্ছে। নির্বাচক যারা আছেন তারা গভীরভাবে চিন্তাভাবনা করছেন। আমার মনে হয়, বিশ্বকাপের আগে সবাইকে একটু সুযোগ দিয়ে দেখা হচ্ছে।’

বিশ্বকাপের অধিনায়ক এখনো নির্ধারণ করেনি বাংলাদেশ। তবে বিসিবি সভাপতি ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপের অধিনায়কত্বে পরিবর্তন আনা হচ্ছেনা। সে হিসেবে আগামী বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বেই মাঠে নামতে পারে টাইগাররা। তবে মাশরাফির ইনজুরি প্রবণতার কথা চিন্তা করে সাকিব আল হাসানকে আবার ডেপুটি রাখা হয়েছে। এমন অবস্থায় নেতৃত্বটাকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা- এমন প্রশ্নে নড়াইল এক্সপ্রেস বলেছেন, ‘আমি অধিনায়কত্ব নিয়ে কোন চ্যালেঞ্জই নিচ্ছি না। আমি ভালো খেলার জন্য আলাদা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমার ডেপুটি সাকিব আছে। সমস্যা হলে নিয়ম অনুযায়ী হয়তো সাকিবই হবে। তবে তা বোর্ড সিদ্ধান্ত নিবে। যেই হয় আমার কাজ হবে পারফর্ম করা। এই মুহূর্তে আমার চ্যালেঞ্জ কালকের (সোমবার) ম্যাচটা নিয়ে। কেননা কালকের ম্যাচে হয়তো আমিই অধিনায়ত্ব করবো …..(হাসি)।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

শেষটা ভালো করার লক্ষ্য মাশরাফির

আপডেট টাইম : ০৬:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪

ঢাকা: দীর্ঘ প্রায় এক বছর হারের বৃত্তে বন্দি থাকার পর অবশেষে দুর্দান্তভাবে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে চলতি জিম্বাবুয়ে সিরিজটি স্বপ্নের মতোই কাটছে টাইগারদের।

সিরিজে এ পর্যন্ত তিনটি টেস্ট ও চারটি ওয়ানডে খেলে সবকটিতেই জয় পেয়েছে স্বাগতিকরা। ফলে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি জিতলে পূর্ণ সফলতা নিয়েই সিরিজ শেষ করতে পারবে স্বাগতিকরা।

আর তুলির শেষ আঁচড় হিসেবে সিরিজের সর্বশেষ ম্যাচটি জিতে স্মরণীয় এই সিরিজটির শেষটাও ভালো করতে চান ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, আমাদের সামনে একটাই ম্যাচ আছে। তো এই মুহূর্তে ভালো শেষ করাটা গুরুত্বপূর্ণ। কারণ সবসময় শেষটা ভালো হলে পরবর্তী ম্যাচে মাথায় থাকে যে শেষ ম্যাচটা আমরা জিতেছি। তাই আমি আশা করি যে, খেলোয়াড়রা এটাকে সিরিয়াসলি নেবে। বিশেষ করে আগের ম্যাচগুলোতে যে জায়গা গুলোতে সমস্যা ছিলো সেই জায়গাগুলোতে।

এ সময় মাশরাফি আরও বলেছেন, এ পর্যায়ে এসে আমরা ৪-১ এর কথা চিন্তা করছি না। পরপর চারটা ম্যাচ জেতার পরে সমস্ত খেলোয়াড়রাই আত্মবিশ্বাসী। তবে ক্রিকেটে অনেক কিছুই হতে পারে।

আমাদের জেতার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে বলে উল্লেখ করে মাশরাফি বলেন, কালকের (সোমবার) ম্যাচটা জেতার জন্য যতটুকু ভাল খেলা সম্ভব তাই খেলতে হবে।’

গত কয়েক ম্যাচে বাংলাদেশ দলে বেশ ঘনঘন পরিবর্তন আনা হয়েছে। এটাতে সমস্যা হতে পারে কিনা জানতে চাইলে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘পারফরমেন্সের ওপর প্রভাব তখনই পড়বে, যখন অন্যভাবে চিন্তা করা হবে। আসলে যাকে আনা হচ্ছে এবং যাকে বাহিরে রাখা হচ্ছে সবার সাথে আলোচনা করেই করা হচ্ছে। আর যাকে আনা হচ্ছে সে যদি তার দায়িত্বটা র্ঠিকভাবে পালন করে তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়।’

এ বিষয়ে মাশরাফি আরও বলেন, ‘একজন খেলোয়াড়কে বাহিরে রাখা হচ্ছে তার মানে এই নয় যে, তাকে ছুঁড়ে ফেলা হচ্ছে। বা এক ম্যাচ ভাল করলেই এমন না যে তাকে নিয়ে চিন্তা করা হচ্ছে। নির্বাচক যারা আছেন তারা গভীরভাবে চিন্তাভাবনা করছেন। আমার মনে হয়, বিশ্বকাপের আগে সবাইকে একটু সুযোগ দিয়ে দেখা হচ্ছে।’

বিশ্বকাপের অধিনায়ক এখনো নির্ধারণ করেনি বাংলাদেশ। তবে বিসিবি সভাপতি ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপের অধিনায়কত্বে পরিবর্তন আনা হচ্ছেনা। সে হিসেবে আগামী বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বেই মাঠে নামতে পারে টাইগাররা। তবে মাশরাফির ইনজুরি প্রবণতার কথা চিন্তা করে সাকিব আল হাসানকে আবার ডেপুটি রাখা হয়েছে। এমন অবস্থায় নেতৃত্বটাকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা- এমন প্রশ্নে নড়াইল এক্সপ্রেস বলেছেন, ‘আমি অধিনায়কত্ব নিয়ে কোন চ্যালেঞ্জই নিচ্ছি না। আমি ভালো খেলার জন্য আলাদা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমার ডেপুটি সাকিব আছে। সমস্যা হলে নিয়ম অনুযায়ী হয়তো সাকিবই হবে। তবে তা বোর্ড সিদ্ধান্ত নিবে। যেই হয় আমার কাজ হবে পারফর্ম করা। এই মুহূর্তে আমার চ্যালেঞ্জ কালকের (সোমবার) ম্যাচটা নিয়ে। কেননা কালকের ম্যাচে হয়তো আমিই অধিনায়ত্ব করবো …..(হাসি)।