নাটোর: বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নাটোরের নলডাঙ্গার নিখোঁজ এক প্রকৌশলীসহ দুজনের বাড়িতে এখন চলছে শোকের মাতম।
ঘটনার পর থেকে তাদের কোন খোঁজ খবর না পেয়ে আতঙ্ক ও আশঙ্কায় সময় পার করছে পরিবারের সদস্য ও স্বজনরা।
গত শুক্রবার ভোরে বঙ্গোপসাগরে এফ ভি বন্ধন ফিসিং বোট ডুবির ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে নাটোরের নলডাঙ্গার ধামনপাড়া গ্রামের শুকুর ফকিরের ছেলে প্রকৌশলী ইয়াকুব আলী খন্দকার ও একই উপজেলার বাঙ্গালখলসী গ্রামের মোজাহার আলীর ছেলে হাসিনুর রহমান।
এদের মধ্যে ইয়াকুব আলী শিপ ইঞ্জিনিয়ার ও হাসিনুর রহমান নাবিক বলে জানা গেছে।
রোববার সকালে নাটোরের নলডাঙ্গার বাঙ্গালখলসী গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায় শিপিং নাবিক হাসিনুরের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবার আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির নিখোঁজে শোকে বিহ্বল তারা। স্ত্রী সন্তানসহ আট সদস্যের পরিবারের ব্যয় নির্বাহ হতো হাসিনুরের পাঠানো পারিশ্রমিকের টাকায়। অথচ সেই হাসিনুর এখন জীবিত না মৃত সে ব্যাপারে কিছুই জানেনা তার পরিবার। হাসিনুরের শোকার্ত স্ত্রী তাকে উদ্ধারে সরকারের কাছে দাবি জানান।
একই ঘটনার শিকার প্রকৌশলী ইয়াকুবের বাড়িতেও চলছে কান্নার রোল। পরিবারের সদস্য , স্বজন এমনকি গ্রামবাসীও শোকে মূহ্যমান। এলাকার পরিবেশও যেন শোকের সাক্ষী। সবাই চান নিখোজ ইয়াকুবের জীবিত বা লাশের সন্ধান।
এ ব্যাপারে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, ফিসিং বোট ডুবির ঘটনায় এ উপজেলার দুজন নিখোঁজের বিষয়টি জানার পর তাদের উদ্ধার বা সন্ধানের জন্য আমি ওখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। এখনো যোগাযোগ অব্যাহত রয়েছে। তাদের পরিবারকে সহায়তা করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান