ঢাকা: সরকার শিক্ষাকে সুযোগ নয় অধিকারে পরিণত করেছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে গণতন্ত্রী পার্টি আয়োজিত গণতন্ত্রী পার্টির সাবেক দুই সভাপতি আহমদুল কবির ও মোহাম্মদ নূরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘যুদ্ধাপরাধীদের বিচার: জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধতা’ শীর্ষক এক আলোচনা সভায় মতিয়া এ দাবি করেন।
কৃষিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে যেভাবে কাজ করে যাচ্ছেন, তাতে শিক্ষাকে এখন আমরা মানুষের অধিকারে পরিণত করতে পেরেছি।”
জিয়াউর রহমান ছাত্র রাজনীতিকে কলুষিত করেছেন অভিযোগ করে মতিয়া চৌধুরী বলেন, “আমরা অনেকেই ছাত্র রাজনীতিকে দোষারোপ করি। কিন্তু এই ছাত্র রাজনীতিকে কলুষিত করতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের কথা ভুলে যাই।’
জিয়াউর রহমান গোলাম আযমকে বাংলাদেশের রাজনীতিতে পুর্নবাসন করার মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদের রাজনীতি সৃষ্টি করেছেন বলেও তিনি অভিযোগ করেন।
ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গীবাদী রাজনীতি বন্ধের দাবিতে প্রগতিশীল সকল শক্তির ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান সরকারের এই মন্ত্রী।
সভা প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ঐক্য ন্যাপের সভাপতি শ্রী পংকজ ভট্টাচার্য্য, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, ডা. শাহাদাৎ হোসেন, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু, প্রেসিডিয়াম সদস্য জেড. এ ওয়াহেদ, শরাফত আলী হীরা, কেন্দ্রীয় কমিটির সদস্য এড. সরোয়ার ই-দীন, পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলু প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান