নরসিংদী: নরসিংদীতে অপহরণের পর স্কুলছাত্র সোহাগ (১৪) হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের চার বছর পর রোববার নরসিংদী জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিমের আদালত এ রায় প্রদান করেন।
এ মামলায় ৫ আসামিকে খালাস দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন, আলমগীর হোসেন (২৬), শম্ভু চন্দ্র দাস (৩০) ও মনির হোসেন (২৭)। তিন জনের মধ্যে মনির হোসেন পলাতক রয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১০ সালের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ শিল্পপতি জাকির হোসেনের ছেলে সোহাগকে মাধবদী থেকে অপহরণ করে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়া হয়। পরে আসামিরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে বিলম্ব হওয়ায় পরদিন আসামীরা সোহাগকে নির্দয়ভাবে খুন করে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় আলমগীর হোসেন (২৬), শম্ভু চন্দ্র দাস (৩০), মনির হোসেন (২৭), মমতাজ বেগম (৪০), হিরন মিয়া (৫২), জাহাঙ্গীর মিয়া (২৮), শহিদুল্লা (৪৫) ও আনোয়ারা বেগম (৩০) বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
রায়ের পর পবলিক প্রসিকিউটরর ন. ম রুহুল আমীন বলেন, আদালত এ মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
এদিকে সোহাগের বাবা জাকির হোসেন এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি রায় দ্রুত কার্যকর করতে সরকারের প্রতি অনুরোধ জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান