ফেনী: ফেনী শহরের শাহীন একাডেমী সড়কের একটি বাসা থেকে পাঁচ বছর পর উদ্ধার হওয়া আলোচিত সেই মা-ছেলের ভাগ্য নির্ধারণ হবে আদালতে।
রোববার দুপুরে তাদের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে হাজির করতে আদালত প্রাঙ্গনে আনা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহানআরা বেগম রোজি ও শিশু পুত্র মেহেদী ইসলাম জিমুনকে বুধবার উদ্ধারের পর থেকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাদের দায়িত্বভার কে নেবে এমন সিদ্ধান্তে পৌঁছতে না পারায় রোববার দুপুরে আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে পুলিশের গাড়ি থেকে নামানো হলে ভিড় জমায় উৎসুক লোকজন।
এর আগে শনিবার রাত ৮ টার দিকে ফেনী মডেল থানার ওসির কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুনীল চন্দ্র ও স্থানীয় কাউন্সিলর মো. ওমর ফারুক ছাড়াও জিমুনের বাবা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ ভূঞা, জেঠা মো. সোলায়মান, খালা জাহানআরা বেগম ও নুরের সাফা বেগম, মিজানুর রহমান উপস্থিত হন। বৈঠকের একপর্যায়ে উপস্থিতিদের স্বাক্ষর নেয়ার সময় জিমুনের বাবা কৌশলে সরে পড়েন। পরবর্তীতে তার অনুপস্থিতিতে সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুনীল চন্দ্র নতুন বার্তা ডটকমকে জানান, জিমুন ও তার মা রোজীর দায়িত্বভার নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আদালতে আনা হয়েছে।
হাসপাতালের দায়িত্বশীল সূত্র জানায়, মা-ছেলেকে স্বাভাবিক জীবন ফিরে পেতে উন্নত চিকিৎসা প্রয়োজন। এছাড়া আত্মীয়-স্বজনের পরিচর্যা পেলে আরো দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান